হা ভাতেদের ভাতের অভাব করেছে তারা পণ
খাটবে না আর যেমন তেমন করতে বেইমান
তাপ্পি দেওয়া ছবি যতোই ভাসুক মধ্য রাতে
যাক না রাধে পরের বাগে কী যায় আসে তাতে!
এইতো সময় খেলার আসর কাটতে পকেট মানি
মান সম্মান রাখতে বজায় চাঁদের শতেক হানি!
কাটছে রাত কাটছে প্রহর নিদ্রাহীন চোখে
বাটপার আর জোচ্চোরদের এদের কারা রোখে?
তবু কী আর সুখের আসর কিনতে ওরা পারে?
লোভের মোহে ভোগের থালা শূন্য হয়ে পড়ে।
--------------------------------------
১৪/৩/২৪-অবুঝ মন -