ভিরু চোখ দূর্বল স্বভাবের
সে কী না মাছ খাবে বিড়ালের!
কালো মেঘ কতদূর বর্ষায় কে জানে?
বুঝতে তো হবে না কী টোপ টা
চারিদিকে দেখছো
গাদা গাদা বেনোজল ছুটছে তবুও--!
কত কত কাহিনী তো জানতে
বুঝলে না তুমি ও দিলে পা গর্তে!
পারবে তো সোজা হয়ে দাঁড়াতে?
বাঘ যদি একবার পেয়ে যায় রক্ত
সংকেত বুঝে ওঠা কী ভীষণ শক্ত!
চিহ্নটা ধরে রেখে কী লাভ বলো তো?
ভেবে দেখো বরবাদ কতটা!
কী কী রেখে গেলো আরও সব---?
জেনে রেখো এরই নাম ঘূর্ণি অশৌচ।
----------------------------------------
৭/১১/২৩-অবুঝ মন