কোথায়---কতটুকু ভুল কে জানে?
তবু আওয়াজটা ভারী দর্শক আসনের!
তুমি ছেড়ে রেখে যেতে পারো দোষ নয়
যতো সমস্যা প্রেমিকের নিশানার দরবারে।

এদিকে আর এক উত্তাল কিছু দাবি দাওয়া
আজও-সেই একপেশে নজরানায় চাওয়া পাওয়া!
কে থাকলো পাশে তাতে কী বা যায় আসে?
উত্তরটা যেন হয় ঠিক সোজা,সরলীকরণে ।

এরপরেও উচ্ছেদ হবার এতো যোগাড়!
আসলে প্রশ্ন একটাই পাহাড়ী রাস্তা যতোই সমতল হোক
বাঁকের গভীরে অতল গহ্বর থাকে লুকিয়ে।
--------------------------------------------
২৪/১০/২৩-অবুঝ মন-