এমন হুকুম কোথায় আছে
দিতেই হবে বুকটা জ্বেলে উজাড় করে
হয়তো একটু জমছে ধূলো
একটু খানি পিছিয়ে গিয়ে কষ্ট করে মনে করুন
স্মৃতির পাতা পড়বে মনে সময় ধারা কেমন ছিলো।
এখন দেখি ম্যা ম্যা করে ধেড়ে খোকার কান্নাকাটি!
সত্যি ওরাই মা বাপ না কী?
যতোই ভাবুক চাড়াল মোড়ল সর্বেসর্বা বিচারপতি
তুমি যেমন ওরাও তেমন একটুখানি পদটি বেশি
আমরা কী আর কেনা গোলাম--
দিতেই হবে হাজার সালাম চরণ লুটি?
কিন্তু তোমায় বলে রাখি লক্ষ্য রেখো কাজের প্রতি।
আসল কথায় এবার ফিরি দেখুন কেমন আলোর সারি
খুশির খবর--জন্ম নিলো দয়ার সাগর, বিদ্যাসাগর
সফর নামা বদলে দিতে আজকে এসে
শ্রদ্ধা রেখেই রইলো প্রণাম চরণ তলে হাজার হাজার,লক্ষ-কোটি--
---------------------------------------------
২৬/৯/২৩-অবুঝ মন -