দেখা হওয়া কথা কওয়া হোক যেমনই,ভার লাঘবের পাল্লাভার
ঠিক তেমনই এস এম এস এর পৃষ্টা গুলো,সবটা নয় দেখানদার।
ফাঁক ফোঁকরের গর্ত যেমন নিচ্ছে কেড়ে সোনা রোদ
সময় বুঝে চলতে গেলে একটু লাগে সহজ বোধ।
হয়তো কিছু ভুল ভ্রান্তি থাকে সবার জীবনে
তবু তোমায় চলতে হবে যোগ বিয়োগের রাস্তা চিনে।
কঠিন সময় পার হওয়াটাই জীবন যুদ্ধের শক্ত গাঁট
পেরিয়ে গেলেই দেখবে চোখে সামনে কেবল সহজ পাঠ।
জেনেও যাবে আসল নকল কোনটা কেমন রমরমায়
আসল কথা যাই ঘটুক সবটা কিন্তু গল্প নয়।
--------------------------------------------
১০/১২/২৩-অবুঝ মন -