হোক যত এ পৃথিবী দূর্বল মোহময়
ভরসার উত্তাপ বাড়তে বাড়তে যখন দেখি
একটু একটু করে ক্ষয় রোগ জমা হয়--
ইচ্ছে করে ঝুঠকো ঝুটো বাঁদর মুখো--
মুখ গুলোকে ঝলসে মেখে খাই!
কিন্তু কী যে দ্বিধার মোহ--
ঠুনকো দাবাই নিজেই উবে যাই!
বলতে পারেন কেন এমন চোখের উপর
বরফ সাগর হঠাৎ দেখা পাই?
তার মানে কি যেমন খুশি সরল রেখার--
নুয়ে পড়ার কঠিন দাবাই চাই?
আসল কথা এই প্রয়াসের শেষ সীমানায়
ভাঙন রোধের সুগন্ধি ঢেউ দেবপ্রয়াগ পাই।
--------------------------------------------
-৮/১/২৫-অবুঝ মন -