এসো সবে
-------------------------
সাত মহলা রামধনু রঙ
আর কী তবে দেখতে পাবে?
বাঁচার মতো বাঁচতে গেলে
এই পথেতেই বাঁচতে হবে।

মৃত্যুঞ্জয় হয়ে ওঠা
যেমন মুখের কথা নয়
বাঁধার প্রাচীর এলে যেনো
কাটবে সকল ভয়।

আর কত মুখ বুজে
রইবো মোরা ক্ষয়ে ক্ষয়ে
এসো সবে জ্বলে উঠি
দাবানলের আগুন হয়ে।
-------------------------
চলো পাল্টাই
-----------------
আমরা কী পাবো? কতটুকু পাবো?
সে তো আগামী বলবে
শুধু এটুকু জানি
মানববন্ধনে সাড়া না দিলে ফিরবার পথ নেই
তার উপরে অধিকারের প্রশ্নে---
সোচ্চার না হলে জীবন কী করবে ক্ষমা?
তবু দেখি যেতে যেতে এলো ঝড় সবকিছু থামিয়ে দিতে
তাই বলে "রুখা পৃথিবী"র মতো দূর্বল কে চায় হতে?
যদিও বা হই তবু থেমে থাকা আর নয়,আর নয়
চলো পাল্টাই এসো সবে হাতে হাত রাখি--
নিজেদের,সমাজের--দাবি দাওয়া বুঝিয়ে দিতে--
---------------------------------------
৭/৫/২৩-অবুঝ মন-