বড় বেশি অভিমান প্রিয় হলে
কিভাবে বা ভরা শ্রাবণের দেখা মেলে?
উদাস মনের ফসিল হয়ে তাকিয়ে দেখো
ও শহর কেমনে আতর রেখেছে সাজিয়ে।
এরই নাম হে দোলা--রোদ ঝলমল সোনালী সফর
সেখানে আগুন শরীফ!ক্ষণিকের প্রবৃত্তি বিশেষ
ভাবো,ভাবো অতিথি শিল্পী না কী নায়কের ভূমিকা--
কার দরবার উজ্জ্বল?জেনে রেখো হীরকের ব্যবহার
এবার সুকমল,সুকুমার হবে কী না একান্ত তোমার----
-------------------------------------------
-১৫/৯/২৩-অবুঝ মন-