চোর চোর শোনা ও যদি
হয় যদি হয় দারুণ কাজ
তাহলে কি পড়বে আর
অত্যাচারের মাথায় বাজ?
হোক সে যেমন--
কায়েম থাক দুর্নিবার রাজত্ব
আমরা চাই আবার ফিরুক দাসের দাসত্ব!

বলগা হীন শিরদাঁড়া
শুধরাবে কেমন করে?
হোক সে জল নোংরা মল
মাখতে চাই বুক ভরে!
এরপরেও বলছি হেঁকে
স্বচ্ছতার আয়না--চকচকে ওই ফেনা মুখ!
আমার নয় পাপের ভার দায়িত্বে যেযাই কিনুক।

আরে আরে ভালোই তো
কাঠের পুতুল কথা কয়
প্রাতিষ্ঠানিক সফর নামায়
মাছরাঙারও ব্যাঙের ভয়!
যাই হোক মঞ্জিলতক পৌঁছানো
হয় যেন হোক রোদ রাঙা
পায় যেন জীবনভর সাদা পাড় পাঠ ভাঙা।
-----------------------------------
১৩/৪/২৪-অবুঝ মন -