কেউ ভুগছে অভিমানে
কেউ বা চড়ে বিলাস যানে
কেউ বলছে না দিলে বা
কী এসে যায় মানে?
সবাই সবার কথা পাড়ে
যে যার নিজের মতো
আমজনতা ভিমরি খেয়ে
দেখছে কী আর শৃগাল কত?
কোন নীতির ধার না ধরে
এধার ওধার ছুটছে জোরে
একটা কিছু রাস্তা পেলেই
দাঁত ও খিচায় চোরে!
এইতো এদের পরিচয়ের
হিসাব খতিয়ান
থাকতে গদি লম্বা বুলি
এদের আবার মান!
একটা বিষয় সত্য জানি
টানলে পরে দড়ি
ভাঙবে সকল দ্বন্দ্ব দ্বিধা
ভাঙবে জারিজুরি ।
-----------------------------------
২৭/৩/২৪-অবুঝ মন -