কথা ছিলো আলো দেবে
ধিরে ধিরে মেল ছিলো ডানা
বোঝেনি সে ধারে কাছে পিশাচের রয়েছে এতো আনাগোনা!

কথা ছিলো ফুল হয়ে সুগন্ধি ছড়ানোর
চল ছিলো সে পথেই যাত্রা
ভাবেনি নর খাদক লুকিয়ে একদিন ছাড়াবে সেই মাত্রা!

কথা ছিলো অঙ্কুর সৃজনের
সেভাবেই  হচ্ছিলো তৈরি জোৎস্নার দরবার
লকলকে জিভ চাটা ক্ষুধার্ত হায়নারা শেষমেশ--লেলিহান শিখাতে সবকিছু করে দিলো ছারখার!

বৃক্ষের মূল হয়ে উঠবার সুযোগটা পেলো না সে আর!
কেন তাকে নিতে হলো অজস্র ক্ষতের ভার?
এ নয় কি লজ্জা সমাজের?কার দায়?
ইচ্ছে কি করছে না বলতে--এবার তো কেটে পড় ডাইনি হায় হায়?

ধামাচাপা কৌশলী বিষাক্ত দুচোখে আর কত গিলবে আগামীর পৃথিবী?
----------------------------------------
১৩/৮/২৪-অবুঝ মন -