আর কত এসবই চলবে
----------------------------------
সবটাই অতি বেশ মানবিক
যাকগে যে যেমন থাকে থাক
বেশভূষা,রুচি বোধ যেরকম
প্রতিবাদী শরীরের ভাষা যদি রোগ হয়
সময়ের সারনীতে শিল্পী হোক না যে যেমন।
সামলে চললেই ঠিকঠাক!
সত্যি কতটা থাকা যায়?
পাহাড়ের চূড়া গুলো ঝুরঝুর
আলপথে হাঁটা না কী সুখকর!
বিড়াল আর কী করে--
দিন দিন লোলুপে মুগ্ধ!
ঘন্টা বাঁধবার কেউ নেই
সবটাই অতি বেশ দূর্লভ
মানবিক দামি বেশ উজ্জ্বল!
এরপর বলা যায় খুসবু
দিল খুশ নির্ঝর নির্ঝট বিল পাশ বৈঠক!
কাদাতে কিচকিচ বালি ভাগ
একটু বেশি হলে যা হয় এই যাঃ
ভুল করে তোমরা লুন্ঠন লুটপাট তোলাবাজ
বলে যেনো ফেলো না মাইরি
গাজনের অভ্যাস বন্ধ,একেবারে বন্ধ।
--------------------------------------
২৬/১১/২৪-অবুঝ মন -