যাদের নিয়ে গাইবো এ গান
তারাই যদি নাইবা এলো
পাহাড় ফাটা আগুন মেখে
বলতে পারেন লাভ কী হলো?
এই যে আকাশ কেমনে চলে
মাঠ শূন্য কাঁকর ধূলোয়?

শিক্ষাদানে দক্ষিণা পণ
এই কারণে যায়নি রুখে
এরপরেও--হাল ছেড়ো না
বন্ধু সুজন গাইবে লোকে!
আর কবে পড়বে ধরা
দিন বদলের সবার চোখে?
-----------------------------
-১৩/৪/২৩-অবুঝ মন -