আর কবে জানবে
-----------------------------------
হয়তো বোঝা হয়নি তোমায় কামরাঙা রোদ তুফান মেলে
পারতে না কি বুঝে নিতে একটুখানি শেষ বিকেলের ফসিল হয়ে?
দেখতে তুমি বাহুডোরে কে যে প্রথম কেমন করে টানতো কাছে
চোখের কোণে অনুপমের রুপরেখা উঠতো ভরে এই চলাচল চারুবাকের
এরপরেও--প্রশ্নলিপি যায় কী ছাড়া নতুন করে নিরুত্তরে!
ওই যে কালের অনন্ত ঢেউ কে যে কাঙাল বুঝতে দেরি জানবে কবে?
------------------------------------------
হতে পারে
-----------------------
"তোমার লেগেছে ভালো"শুধু এটুকু শব্দ ছুঁয়ে
মনে হয় যাই ছুটে বন্ধ ঘরের কোণে
যেখানে আর কেউ নেই,শুধু তুমি আমি দুজনে
বয়সটা না হয় আজ সংখ্যায় যাক থেমে
চলো ঘুরে আসি শতাব্দী প্রাচীন সেই স্কুলের জীবনে
একসাথে হাতে হাত রেখে মিলিমিশি দু চাকারযানে
সুর ছন্দে লেখা হোক গীতিমালা "প্রেম একবার এসেছিল নীরবে "
এভাবে হয়তো বা হতে পারে পুরোনো ব্যথার কিছুটা উপশম
-------------------------------------------
৩/৫/২৩-অবুঝ মন -