রোজ রোজ তোয়াজের ভারটায়
ভরা স্রোত কোঁচকাতে ভুলে যায়
অথচ যেখানে কিছু নেই শুকনো
সেখানে তাকাবার লোক নেই!
তবু না কী ঢেঁড়া খানি পিঠছে
ওই দেখো ভাঁড়ার টা ভরতে এসেছে!

এরপরেও বলা কিছু যাবে না---
এ কেমন অনিয়ম বেনিয়ম চলছে!
একবার ফোঁস করে উঠলে খোদাইয়ে উজ্জ্বল হিংসে!

সত্যি কি ওরা চায়--
শ্বাসের গভীরে মেনে নেওয়া ক্ষত গুলো
মর্মর ঝরে যাক পৃথিবীর?

খাতিরের পৃষ্ঠায় আল্লাদী মাখনের স্বাদটাই
বরাবরই এরকমই আলাদা থাকবে!
ভরা বুক ঢাকতে কিভাবে টেংরি ঢেঁকুরের গন্ধে--
তল্পিবাহকের কীর্তি লাফিয়ে লাফিয়ে চলছে?
--------------------------------------------
-৬/১০/২৪-অবুঝ মন -