যে জীবন ভাজতে ভাজতে কেটে গেল এতোকাল
সেখানেও হঠাৎ আঙ্গুল ফোলা কলাগাছ দাঁড়িয়ে গেল
এবার কার বা নজর এড়িয়ে যাবে?
সুতরাং মারো তেল যতখুশি,বাকিটা ওয়াশিং মেশিন সারবে
এখানেই বেঁধে গোল,জুড়ে গেল কোটেশন যত!
পছন্দ অপছন্দ যার যার একান্ত,একেবারেই ব্যাক্তিগত
হেঁটে যাওয়া যোগ্য দোষর আর কেউ কী খুঁজবে?
এবার মেনে নেওয়া আর না নেওয়া সে তো ফাটলটা বুঝবে
এর পরেও এতো কথা কী করে যে আসে!
হয়তো বা ওঁরা নিয়েছে ধরে পি এইচ ডির কারিগর নিজেদের।
নাও এবার তুমি মারতে পারো যতখুশি হিঁচকি টান পুরোনো তেঁতুলের।
-------------------------------------------
২৯/৩/২৩-অবুঝ মন