৩৮৭)
যতোই সাজিয়ে রাখবো ভাবি
ততোই ভেঙে যায় পাট
কতটা পিছিয়ে গেলে-
মূল্য কী থাকে হাঁক আর ডাক?
শুধু চেয়ে চেয়ে দেখা
দুটি লাইনের চলাচল!সমাপ্তি কোথায়?
-------------------------------------------
৩৮৮)
কারো পাশে দাঁড়িয়েছি মানে
এই নয় হয়ে গেছি প্রেমীি
এ ধারণা ম্যানমেড থিওরির(অসুখের)মতো
চারিদিকে কানপাতো
বুঝবে কারা যেন গুজব টা ছড়ায় যতো
চেয়ে দেখো তুমি আমি দাঁড়িয়ে
একই সাথে হাত ধরে চলেছি---
---------------------------------------
৩৮৯)
সুখ জাগানো মধূর ছোঁয়া যেমন করে পাই
অভিমানী মনের কাছে তেমন করেই যাই
আর কী বলার থাকতে পারে বলতে পারো চাঁদের কাছে
আমার একলা আকাশ বসে আছে অপেক্ষাতে।
---------------------------------------
৩৯০)
এই যে এতো পুঁথির ঢিবি আমায় কোথায় জায়গা দিবি?
বলছে বনমালী দেখরে চেয়ে উজাড় করা বুকটা আমার খালি
পাগলী তুই এর চেয়ে বড় জায়গা কোথায় পাবি?
এবার দেখ পারিস কেনে পাড়ি দিতে মন যমুনার তরী।
---------------------------------------
৩৯১)
আগল খোলা হড়পা বানের ঢেউটা যখন গেছে চলে
আর কী হবে বৃষ্টি খুঁজে স্রোত হারানো নদীর কূলে?
ভাবতে অবাক লাগে কাটাকুটি খেলবে বলে
পরিযায়ীর গোপন আঁতাত আগুন স্রোত ভাসিয়ে দিলে!
থাক সে বাতাস সুখের ভিড়ে যাক বয়ে যাক দূরে--
------------------------------------------৮/৫/২৩-অবুঝ মন -