৩৮১)
হুকুমের নাম যদি বেঁধে রাখা হয়
তবে সে বাঁধন চাই না
অতি খেয়ালের নাম যদি জ্বালাতন-ই হয়
তবে সে যতন চাই না
আমি চাই,হ্যাঁ আমি চাইই--
মানুষের মাঝে,মানুষের সাথে মুক্তির বসবাস
এবার তুমি বলতে পারো বেইমান কোথাকার।
---------------------------------------
৩৮২)
তুমি যদি রোজ নাই বা আসো
তাতে ক্ষতি কিছু নাই
ভালো বাসি বলে তাই আমি
রোজ আসি আর যাই
তুমি থাকতে পারো চুপটি করে
উপেক্ষার ঐ দালান কোঠায়
আমার মনের বীনা আঙ্গুল ছুঁয়ে
হাঁটতে রাজি সরু সুতায়
তাকিয়ে দেখো চাঁদের ছায়া
হয়নি আজও ম্লান
মনে রবে কী না জানি না তবু
বাসবো ভালো গাইছে আমার প্রান।
----------------------------------------
৩৮৩)
আকাঙ্ক্ষা তোমার দ্বিধাও তোমার
আমি কেবল যোগ বিয়োগের ফলাফল
ঝুর ঝুরে মাটি,সরে গেছে জেনেও--
এখনো উজান খুঁজে ধরে আছি হাল।
------------------------------------------
৩৮৪)
তোমায় নিয়ে ভাবছি বলে
হয়তো আমার এই পাওয়া
তোমার ছোঁয়া আজও যেন
মন রাঙানো ফাগুন হাওয়া
যা পেয়েছি তাই নিয়ে তাই
আগুন রোদে শুকিয়ে যাওয়া
শুধু এই টুকু তো চাওয়া--।
----------------------------------------
৩৮৫)
জানতে চাওয়ায় দোষ দেখে না,বললে পরে বেজায় দোষী!
কেমন করে যায় বা ভুলে যখন তারা একবয়সী?
দেখতো ভেবে অন্ধকারের সেই যে আলোকময়
নিয়ম মেনে চলতে থাকা এই পৃথিবীর---কী বা বদল হয়?
--------------------------------------
৩৮৬)-
ও ঠোঁটের রঙ বাহারি লাখ্যাদীপে
ডুব দিতে চায় মন
ও কাজোল চোখের নেশায়
ইচ্ছেখুশি জড়িয়ে জ্বালাতন
ও চুলের কুচকুচে ঢেউ হুডখোলা জিভ
নেশারবুঁদে উন্মাদি সুখ
ও কপোল চাঁদের আলোর ঝিকিমিকি
রামধনু রঙ প্রেমের অসুখ
ও ফুলের আতর মেখে দাঁড়িয়ে আছে
বসন্ত পলাশ সবুজ সাথী।
------------------------------
৭/৪/২৩-অবুঝ মন -