426)
কে জানে ডুবের ধরন কতটা পলকা হলে আঁচড়ে কামড়ে সুখ পাওয়া যায়?
যদি পলাশ হতো হয়তো খানিকটা রঙের মাঞ্জাকষা বুঝতে পারতো সহজে
কিন্তু ও চাঁদ কচুরি পানার গল্প কখনো শুনিয়েছে কি?
যে এখনও বোঝে নাব্যতা কতটা গভীর।
-------------------------------------------
427)
কিছু লড়াই শুধু বাহিরে নয় ভিতরেও করতে হয়
তবু জেনে রেখো চৌকাঠে আটকে,পরিবর্তন না চাওয়াই ভালো।
বল পুরোনো হলে একটু আধটু হয়তো এমন
একটুকু সংযম কী না পারে?
একবার হিতু হয়ে দেখো এই ইনিংস দাম পায় কত।
তবে তো জানবে তোমাকে তুলে ধরার এ কেমন প্রয়াস
যতোই তুমি এক এক সময়,শব্দের অভিলাষা হও না কেনে--
---------------------------------------
428)
যে খবর আমাকে স্বপ্ন দেখায়
যে খবর আমাকে বাঁচতে শেখায়
যে খবর শ্রাবণের ধারার মতো অপূর্ব প্রকাশ
যে খবর ফাগুনের আগুন শোফা দেয় উপহার
সেই ইশারা আজ কোথায়?
ঘুমিয়ে পড়েছে কি রাত জাগা নির্জলা উপবাসে?
চেয়ে দেখো এখনও চাঁদ জেগে আছে জানালার পাশে।
--------------------------------
২৩/৯/২৩-অবুঝ মন -