৪৩৭)
সেদিন নিরুত্তাপে ও যখন জানালো ওর দ্বারে বইছে ঝড়
গল্পের গরুটা ও জানে কেমনে নিভে গেল দীপ জ্বলা ঘর
আগুনের ফুলকির এ কেমন রঙ?দায় আর দায়হীন তরঙ্গ শুধু মাঝখান!
কালো ধোঁয়া বিশ্বাস বিভাগের আড়াআড়ি বিভাজন বনবন পৃথিবীটা ঘুরছে
এরপরে সত্যি নগ্ন বিলাপের সম্ভ্রম কতটুকু মানা যায়?
----------------------------------------
৪৩৮)
ব্যস্ত সমুদ্র,ব্যস্ত উঠোন
অথচ কেতাবি ঢঙে ব্যাটিংটা সারাক্ষণ
তবুও সাঁঝের আলো যেটুকু ছড়ালো
ছেঁড়া ফুসফুসও নড়েচড়ে গেলো!
না জানি এ কোন অন্ধ তিমির
পলে পলে ভেসে ওঠে "শুধু তুমি তুমি করে---"
--------------------------------------------
৪৩৯)
কিছু কথা বিনিময় সময়ের নিয়মে
কিছু না বলাও রয়ে যায় যদি থাকে বিধিবামে
তার মানে এই নয় বাইপাস টাইমের
জানি না কেন বোধনের সুর এতো নির্মল ?
--------------------------------------------
৪৪০)
যেটুকু প্রকাশ সেটুকুতে বোঝা যায়
বাঁধনের ঢিলেঢালা দাম খুব কম নয়
এরই নাম কাঁটাতার একবার বিঁধে যদি
মড়া খাট হতে কতক্ষন বাকি থাকে আর?
হয়তো বা গুমরে উৎলায় চিল চিৎকার
তবু সেই ক্যানসার কিছুতেই সারাবার নেই উপায়।
-----------------------------------------
-৩০/১১/২৩-অবুঝ মন -