৪৬৩)
যতোই ভেঙে যাক--ভেসে যাক কূল
এ সেই শাশ্বত--ঝুরি আর মূল--
এখানে ও শেষ নয় সোনা ঝুরি শেষ
রয়েছে কিছু আরও বাকি অবশেষ
যে বাগান দিলো তার স্নেহময় ফুল
চিন্তনে সারাক্ষণ আজ ও ব্যাকুল!
হতে পারে শিরা ও উপশিরা একটু ভিন্ন
ছায়া জল রইলো ওনাদের ও জন্য।
---------------------------------------------
৪৬৪)
সঙ্গ দিতে নাই বা পারো যায় কি করা রঙ্গ?
হোঁচট যখন স্পষ্ট লেখা হবেই রন ভঙ্গ।
মন্ত্রপুত বানী যেথা ছল চাতুরী ভরা
ভেবে দেখো বইছে কত ক্ষতের নানান ঝরা?
হতে পারে তোমার কাছে আজ যে আপন কাল সে পর
ভালোবাসা বেচে দিয়ে যায় না কেনা জোৎস্না চর।
-------------------------------------------
১৯/৫/২৪-অবুঝ মন -