৪৬১)
জানি পড়ন্ত বিকেলের ধ্বংস স্তুপ হতে এখনো খানিকটা বাকি
তবু দেখি ফতুরের মেঘ এসে কেড়ে নিলো সঞ্চিত আমানত
অথচ জানতে চাইনে খাতিরের সদ্ভাব হলো কেন এতোটা চতুর?
শুধু এটুকু না হলে বোধহয় ভালো হতো-
অজান্তে কখন যে বেরিয়ে এসেছে এমন এক অস্ফুট স্বর!
হয়তো বা বাসনা প্রাপ্তির লক্ষ্যে ছিলো সে শুরু থেকে এমনই অবিচল
যাক তবু জানতে তো পারলাম জামানত জব্দে সুচতুর কৌশল কতটা মুখর।
----------------------------------------
৪৬২)
সময়ের ফুলদানি
কতখানি হিসাবের?
গোলাপের পাপড়ি
তুলতুলে ভাবলেই
হতে হয় একদিন
সব শেষ নিঃস্ব ফতুর এক!
কিভাবে জানলে---
পেলেও পেতে পারো
নির্বাক দৃশ্য
ভালোবাসা অবুঝের
এরকম হয় তো।
ধরা তুমি পড়বেই পড়বে
দেখবে চেয়ে চেয়ে
বাঁচানোর কেউ নেই!
তুমি সেই অন্ধ
নিঃস্ব ফতুর এক শেষমেশ।
--------------------------------
-১/৫/২৪-অবুঝ মন -