465)
তুমি ও যেমন আমিও তেমন রক্ত মাখা আগ
তবু ও দেখি তোমার বাটে হঠাৎ পৌষ মাস!
আজ যে গিরিখাতে দাঁড়িয়ে ফাইনের কারিগর
বলতে পারো এমন নাচন দেখিয়েছো কতবার?
-----------------------------------
466)
ময়দানে কিছু বক ঘুরে ঘুরে পাক খায়
কিছু হাঁস ধরা খেতে প্যাক প্যাক ডেকে যায়
শেষমেষ খেলা বেশ হাত ধরে দুজনায়।
------------------------------------
467)
নিজেকে যতদূর ভেবে থাকো ভাবো
জেনে রেখো আকাশের সীমানাটা কম নয়
টুকটাক আঁকিবুঁকি থাক না--
খসড়া প্রস্তাব কোনদিন একবার পাশ হলে
আর কে এমন করে আলো জ্বেলে থাকবে চেয়ে?
এ কী!"এ কী অপূর্ব প্রেম দিলো বিধাতা আমায়"
-----------------------------------------
468)
কী এমন গুন করেছে লাটসাহেব বাহাদুর ওই যাদুকর?
এখনও তোমার মনে এতো তাঁর সাজো সাজো রাজ!
তাকিয়ে দেখো চারিদিকে খোলা আছে কতশত দরবার
বাউল ফকির বলে পেতে হবে চাতকের সহাবস্থান ধূ ধূ বালুচর
তুমি যদি চাও তবে থাক ধূলোময় খোলা পথ শুধু হাহাকার --
----------------------------------------
১/১১/২৩-অবুঝ মন -