৪০৬)
হোক যত কথা তত পথ ফুটে ওঠে
কিভাবে--কেমনে যে এসে জোটে?
সাদা রঙ মেখে চলা যায় কী না বলো?
সেখানে ও খিঁচকি ঢেকুর তোলো!
একে তো বিকেল মিশে মিশে চলা প্রথম আলোকে
বলতো কেন মায়াডোরে বাঁধা--
কদমের ছোঁয়া এখনও--বাকি থাকে?
থাক যতো ব্যথা লুকোনো ঢেউয়ের,এসো হে এসো হে-
-------------------------------------
৪০৭)
বন্দিনী হয়ে যদি সুখ খুঁজে পাও
শ্রাবণ আসেই আসুক
নন্দিনী হতে হবে এমন তো নয়।
থাক যত মানে
প্রেম কিসে হয় কজন বা জানে?
না হয় গেলো ভেসে কিছু কথা মায়াচর ঘেঁষে।
-----------------------------------------
৪০৮)
নিয়ম ভাঙার ভেলায় চড়ে দুচোখ যখন স্বপ্ন আঁকে
বুঝতে হবে দিগ্বিদিকে কতৃকারকও সজাগ থাকে
বলতে পারো কেমন করে রোদ শুষে নেয় দুই শালিকে?
যে জন ভাসে বিজন ঘরে দৃষ্টি মুখর কলস কাঁকে
জেনে রেখো তবেই ফোটে চাঁদের আলো প্রেম নগরে।
---------------------------------------
২২/৭/২৩-অবুঝ মন-