বৃষ্টি মুখর দিনে
মনের মানুষ বিনে
কেমন করে চলে?
অনেক দূরে থেকে
ঢেউয়ের পরশ মেখে
মনের সুখে যায় কী থাকা
একটু কথা বলে?
কী আর করা যাবে--
ফুলের ছোঁয়া লাগুক প্রাণে
অন্তরেতে চিরস্থায়ী রূপে।
-----------------------------------
-৭/৭/২৩-অবুঝ মন -