৪৭০)
জলজ আধার খুঁজতে চেয়ে
পেলেম যখন আগুন কর
লড়াই টাকে সঙ্গি করে
ভাঙতে হলো বালির ঘর
"কী চেয়েছি--কি যে পেলাম"
হোক না যত বেহাগ সুর
শূন্য খাঁচা রাখতে কে চায়?
পথ যে এখন অনেক দূর।
----------------------------------
৪৭১)
বিদগ্ধ ঢেউয়ের স্রোতে বারে বারে হারায় মন।
ভাঙা কাঁচের দেওয়াল জুড়ে
জ্বলছে আলো সর্বক্ষণ!
রঙের বিচার জাতের আঁধার মুখোশ জোড়া এলো ফিরে
শ্যাওলা জমা ভালোবাসা---
আততায়ী গুপ্তহানা বিঁধলো এসে পাঁজর জুড়ে!
তবুও যে বিকেল বেলা শব্দ চয়ন আছে জেগে
বললো এসে হঠাৎ করে,ব্যস্ত ছিলাম কাজের ভিড়ে
এমন করে আর বোলো না--কেন নেবো মুখ ফিরিয়ে?
-------------------------------------
৪৭২)
তেমন কিছু অজানা রাখেনি বলে
যা কিছু যা সঞ্চয় নিতে হলো কেড়ে কুড়ে!
ছল আর জল জানি দুই অসমান
যদিও নিঃস্ব নগরে সুগন্ধি ঐশ্বর্য বিরাজে।

হতে পারো তুমি মায়াবী
তুমি কী সত্যি হয়েছো সুখি?
যে রক্তে সারলে স্নান এতো দিন
অথচ বুঝলে না কতটা সেরেছে দহন শরীর।
-----------------------------------
-৩০/৭/২৪-অবুঝ মন -