৪০১)
হয়তো তুমি ভাবছো বসে এড়িয়ে কেন যায়
দেখছো কী আর ডাইনে বাঁয়ে কখন কে যে রয়?
একূল ওকূল এই চলাচল মোটেও সহজ নয়।
সংগোপনের ঢেউয়ের মেলে ছড়ায় যেসব আলো
সবার চোখে সকল মনে হয় কি তা ভালো?
ডুব সাগরে ভাসাই তরী কী দোষ আমার বলো।
--------------------------------------------
৪০২)
এখনও স্বপ্ন দেখি
আরও কিছু কাল বাঁচবো বলে
এখনও স্বপ্ন দেখি
বাকিটা সময় সঙ্গোপনে কাটাবো বলে
তাই এই বেঁচে থাকা
পথের ঠিকানা খুঁজে
হারাতে চাই না আর নিকষ অন্ধকারে।
-----------------------------------------
৪০৩)
ইচ্ছেটাকে ঢেকে রেখে
কুড়িয়ে নিলাম ছন্দ
না দেখাকে সঙ্গী করে
বাড়িয়েছি কী দ্বন্দ্ব?
হয়তো খানিক জমছে ধূলো
অপলকের পাতায়
উড়তে মানা নেই যে তোমার
ফুড়ুৎ ফুড়ুৎ হাওয়ায়
পারবে কি রাখতে বেঁধে
তোমার চাওয়া পাওয়ায়?
---------------------------------------------
৪০৪)
ইচ্ছে ঘুড়ি উড়ছে যখন
আলপনা রঙ ছুঁয়ে
প্রেম নগরী ভালোবেসে
ক'জন পারে থাকতে দূরে?
মুখের দিকে চেয়ে
ফিরে আসা,আবার নতুন করে
---------------------------------------------
৪০৫)
যাকে ভালোবাসা যায়
তার দোষ গুণ দেখে কী হবে আমায়?
জড়িয়ে মায়া শুধু বেঁধে রাখা--এটাই উপায়।
এ যে বাঁধন--তা মানে কি বারণ?
হয়ে নিরুপায় শীতল হাওয়ায়
গুন গুন সুরে সুরভী ছড়াক কানায় কানায়।
--------------------------------------------
২৩/৬/২৩-অবুঝ মন