৪০৯)
এভাবেও মৌন আতর মাখা যায়!যদি আগুন নদী জল মাপে মোহনায়,তবে যেভাবেই থাক বেঁচে থাক ছায়ার আশ্রয়।
----------------------------------------
৪১০)
যে চোখে প্রেম খোঁজে ছন্দ সেখানে অন্ধের ছোঁয়া তো লাগবেই
যে বুকে ইতিহাস জেগে থাকে সেখানে আঘাত এ তো অনিবার্য
যে মন কল্পনায় পৃথিবী গড়ে সে আলপনা সত্যি কী ভাস্বর?
বোকা চাঁদ আর নেড়ার বেলতলা দুটোই সমান।
-------------------------------------------
-৯/৮/২৩-অবুঝ মন -