343)
হতে পারে বারুদ গরম
তবু বুঝতে পারিনি--
আগুন খাকি এতোটা ভেজাল!
সবটাই শরীর বেচার নগ্ন খেয়াল?
ওই তো আঁকাবাঁকা মেঠো পথ
কাঁকরের ভাব তবুও--
কতটা স্বচ্ছ কতটা নরম
সেখানে ক্ষণিক প্রেক্ষাপট
এতোটা পঙ্কিল--এতোটাই নিচ!
তুমি আর যাই হও না কেনো
আর কারও ভ্রমরী হতে যেও না কখনো--
-----------------------------
344)
না হয় আমি মৌন সুখে
করছি বসত আজ
তাই বলে কী তোমার মুখেও
শতেক রকম লাজ!
লেপ্টে গেছে যে সব পাতা
তার কী হবে হিসাব করো?
থাক না যতো নির্জলা বাস
পর্দা প্রথা সরিয়ে রেখে
সূর্যতপা হয়েই দেখো
উঠবে ফুটে সুখের সলাজ
এটুকুই বলতে পারি।
-----------------------------
345)
তুমি ও হারিয়ে গেলে নিজের থেকে!
বলো না কী পেয়েছো মেঘকে ডেকে?
কেন বা ফিরে এসে তরী টা ডুবিয়ে দিলে-
তীরের কাছে সজোরে ব্রেকটা কষে?
অর্থ মুখ্য হলো তোমার কাছে!সত্যি পাই না ভেবে
ভাবনা থাকলে পরে একবার ভেবে দেখো--
কতটা পৌঁছে গেলে পাঁকের নিচে?
দেখলাম চেয়ে চেয়ে ললনার অযুথ কত!
--------------------------------------
৭/১/২৩-অবুঝ মন-