450)
বহমান জীবন জানে আসা আর যাওয়া যেটুকু যা,একটুও খেলনা নয়
অথচ দমকা বাতাস এসে চলাচল ঠিকানাকে এলোমেলো--আঁকাবাঁকা করে দিয়ে চলে যায়!
এখন আবার অতলের আহ্বানে সাড়া দিয়ে কত সহজে বিদ্রোহ জুড়েছে গল্পের পটভূমিকায়!
নেই কোন চাওয়া আর,শুধু বেঁচে আছে কিছু ছায়া জল চুপচাপ
যাক ভারি হয়ে ওঠা নিঃশ্বাসের ছাড়পত্র ফিরে পেতে অসুবিধা হওয়ার কথা নয়
মোহযোগ কেটে গেলে বেঁচে থাকে অবশিষ্ট এটুকু বোধহয়।
---------------------------------------
451)
যা কখনো কল্পনাতেই আসে না
অথচ কত সহজ নির্বাসন!
এই তো এখনও মনে পড়ছে তুমি ছাড়া না ভাল লাগে না
মেঘ জমে,পাতা ঝরে,কুয়াশায় ঢেকে যায় চারিধার
আর অপেক্ষা---তা তো সময়ের অলীক লিপি
তবু কবির নীরবতা "কবিতার মৌন অধীশ্বর"
--------------------------------------
452)
কেউ কী জানে ক্ষতির বহর কতখানি ছিলো?
তবু কেন হঠাৎ করে ব্যবসা ফেঁদে নিলো!
চাল চালুনি ফন্দিফিকির কেমন সময় এলো?
তবু বলি হয় যদি হোক ওই শহরটি একটু ঝলমল
বললে হতো দিয়েই দিতাম জীবন ভোরের মাথার ঘাম
তা না করে হাতটা পেতে চাইতে হলো দাম!
ঘোড়া গুলো হাসছে কেমন লজ্জাতে আজ লাল
মারন তিরের বিষের জ্বালায় শ্যামের মাথায় পড়ল এসে তাল।
----------------------------------------
৯/১১/২৩-অবুঝ মন -