৪৫৩)
ভেবেছিলাম আরও কিছু পথ চলা আছে বাকি
মধ্য গগনে এসে দেখি সেই কিনতু
অতি নিষ্ঠুর!
স্পর্শের কথা থাক--
আসা যাওয়া চলাচল ছন্দ পতন
এ কেমন ক্ষমাহীন তীর ভাঙা ঢেউ?
অথচ নিজেকে গুছিয়ে নেওয়ার অনবদ্য প্রয়াস!
যেতে পারো যাও,পেরেকের খুব দরকার?
আমি সেই জন্মান্ধ রয়েই গেলাম।
----------------------------------
৪৫৪)
আয়নার সামনে দাঁড়িয়ে যদি তুমি বলতে
যতো দোষ সব একার
বুঝতে দেয়ালে পিঠটা কেন ঘেঁষে যায় তার
শেষমেশ এখানেও সময়ের উল্লেখ!
বছরের কথাটা ঠাঁই পায় অনায়াস সহজেই!
জানি না মানুষের চামড়া এতো কেন পুরু হয়?
দুনিয়ার সংসার সবাকার মানতে এতো যদি দ্বন্দ্ব
ঝগড়ার ঝোপঝাড় থামবার ফুলস্টপ মেলানো শক্ত
মানবেই মানবে বাঁকা মন চুক চুক লালা রস শুঁকছে।
-------------------------------------
৪৫৫)
বিশ্বাসের সোনালী আউসক্ষেতে অসুখটা লুকিয়ে ছিল
বুঝতে বুঝতে অনেকটা দেরি হয়ে গেলো!
হাতুড়িটা ঠুকবে জানলে প্রাসাদ টা নড়বড়ে হতো না এই যা,
জেনে রেখো তুমি রক্ত বীজ হতে পারো
বলবান পরোয়া করে না কখনো
তবু বলে যাই,যে ছিনাল গল্পে পাকিয়েছো হাত
সেখান থেকে দেখো পারো কী না একটা উর্বর ক্ষেত হয়ে উঠতে?
---------------------------------
-২/৩/২৪-অবুঝ মন -