৪৫৬)
তুষের আগুন বুকে নিয়ে জ্বলছি যখন ঘরে
হঠাৎ শুনি বলছে হেঁকে কর্ম দোষে ধরে!
জীবনপুরের গল্প যখন সত্যি হয়ে ওঠে
পাখি তখন ঠুকরে খেতে রক্ত লাগায় ঠোঁটে।
-----------------------
৪৫৭)
নিজেরই মত করে,যে পথে মুগ্ধ হয়ে
গিয়েছি বারে বারে
দেখেছি সরসে ফুলের
রঙিন আলো উঠছে ভেসে
চোখের উপর অবাক করে।
পাখিও দিচ্ছে মেলে পাখনা গুলো
ওই আকাশে ফুড়ুৎ জোরে
হোঁচটের রাস্তা হেঁটে
ফিরছি যখন নিজের ঘরে
যে নদী বুকের ভেতর--
রেখে ছিলো আপন করে
আর কী থাকে পড়ে সুখের খয়ার তারই কাছে?
--------------------------------------
৪৫৮)
তোর চলে যাওয়া নিয়ে আমি প্রশ্ন করবো না
তোর ছদ্মবেশী গল্পগাথা কাউকে বলবো না
তোর আঁচল পেতে ভিক্ষে নেওয়া সত্যি মানায় না
তোর আগুন হ্রদের তাপের বহর শুধুই আল্পনা!
তোর ঠকবাজি ঢেউ কুমির খিদের সবটা অজানা?
তোর পাথর চোখের দৃষ্টি টুকু একটুও ভুলবো না।
-------------------------------------
১৯/৩/২৪-অবুঝ মন -