৪১১)
হতে পারে মরা নদী পাথুরে দেয়াল
তবু চেয়ে দেখা তবু জেগে থাকা
কষ্টটা বড় নয় মায়াচর কতদূর সেদিকে খেয়াল।
------------------------------------
৪১২)
তোমাকে মনে রাখতে চেয়ে বুকের ভিতর খাঁ খাঁ মাঠ পুষেছি কত
তোমাকে বেঁধে রাখতে চেয়ে কতকিছু আজও বিসর্জনের রাস্তা পাড়িয়ে চলে
তোমাকে ভাবতে গিয়ে কত রাত নির্ঘুম চোখ কেটেছে সাঁতার!
জানি না এ পথে তুমি কখনো হেঁটেছো কী না?
আসলে কী জানো ব্যথাও ভিজিয়ে দিতে পারে পূর্ণ শরীর।
----------------------------------------
৪১৩)
আমাকে স্বাধীন বলে যতদূর যেতে পারো যাও
জেনে রেখো ইচ্ছেটা কখনো কারো পরাধীন নয়
যদি সাধ হয় ওই দেখো চাঁদ ডাকে আয় আয় আয়
এবার পাখির ব্যাপার ডানা মেলে ওড়ে কী না নীল নীলিমায়?
----------------------------------------
৪১৪)
তোমার বিহঙ্গ রুপ থাকতে বজায় ছুটে ছিলে কোন দেশে?
তখন সে বিচার ধারা ছিলো না কি খুব একপেশে?
এখন তুমি একলা পথিক তেমন করে কী বলতে পারি?
খেলা খেলা খেলা হবে ডিজেতে ডিসক ভারী!
যাবো যাবো,সে তো গানের কথা লিরিক্সটা কী ময়না জানে?
পেরেক তো বুঝেই গেছে হতে পারে কী এর মানে।
---------------------------------------
৪১৫)
আরও কত কথা শেষ হলে
তবেই শান্ত হবে ও গোলাপ--কে জানে!
সে কী জানে না
উষ্ণপ্রস্রবনে কত পুড়ে গেছে পুরুষ পাঁজর?
-----------------------------------
শুভ সকাল ১/৮/২৩-অবুঝ মন -