৩২৯)
বেলা যত বাড়ছে ততই শুকিয়ে যাচ্ছে জল
তার উপরে উপরি পাওনা লোডশেডিং বড় গোলমাল
এরপরেও না কী ইমিউনিটির সখ্যতা মেখে বাড়াতে হবে মনোবল!
জানি না কী হবে উপায়?সাহারায় বসবাস বোধহয় এমন টাই হয়।
---------------------------------------------
৩৩০)
বাঁকা চাঁদ থাক আর না থাক
বিতর্কের সখ্যতা মেখে গায়ে
পেরিয়ে যাচ্ছে সময়
তাতে এতটুকু দুঃখ নেই
আছে নির্ভেজাল বিরোধ
আগামী পৃথিবীর সুনির্মল আশ্রয়।
------------------------------------
৩৩১)
ধুলো বালি নয় আর
যদি যেতে হয়,যাব চলে
জল মাখা রোদ হয়ে
ওই বনছায়ে-
-----------------------------------------
৩৩২)
যারা চোর তারা আজ কাদা ছুড়ে মারে
মেধা যতো বলি হয় রাস্তার উপরে
কাকুও তোতাপাখি
দিয়েছেন নানা ফাঁকি
মাথাটা বড় চতুর সাদা রঙ আহারে
তবু কত তোষামোদি দাঁড়কাক ভিড় করে।
-----------------------------------
২৫/২/২৩-অবুঝ মন-