৩২৪)
হিংসুটে তকমাটি যদি হয় খাঁটি
তবে বলতে পারেন এ প্রাণেও সুকুমার বিরাজে
তাই আজো মাটিতে ভেজে দুটি পা
রেখে হাতে হাত,অসঙ্কোচে শুষে নিই নির্মলেন্দু গুণ,
শ্যামল সুন্দর--জানি না কী করে সম্ভব?
----------------------------------------
৩২৫)
এতো দিন টান ছিল
বুঝতে বুঝতে সময়টা বয়ে গেল--
আজ তা পূর্ণতা পেল!
সুতরাং বলা যেতে পারে
ঢিলের মূল্য আগুন।
তবে তাই হোক ঢিল মেরে খাও কিল
ওঠে উঠুক কিছু বিল
পরিসর মূল্য যে বড় অপরিসীম।
--------------------------------------
৩২৬)
আমার দাবী তোমার দাবী
সবার দাবী নয়?
হকের দাবী ন্যাজ্য দাবী
মুখ দেখাতে ভয়!
লড়াই যখন চেনা জানা
পথের দাবী বুঝে নিতে
আয়রে সবাই আয়।
-----------------------------------
৩২৭)
কেউ ভাবে আর নয় অনেক তো হল
কেউ ভাবে হোক ছাই সবটাই ভালো
কেউ ভাবে এই তো বেশ আছি নন্দলাল হয়ে
কেউ ভাবে এমনিতে মেঘে মেঘে চারিদিক গেছে ছেয়ে
কেউ ভাবে অভাবটা একটাই মারার লোকের
কেউ ভাবে মেরে তো দেখ তারপর কী আছে কপালে
যাই হোক তাই হোক থেমে থেকে লাভ কী?
--------------------------------------
৩২৮)
তোমাকে পেতে চেয়ে কত কত ঝুরি মূল গেছে ছিঁড়ে
তোমাকে পেতে চেয়ে কত কত বিদ্রুপ কুড়িয়ে বুকে নিয়েছি ভরে
জেনে রেখো তবুও এ ভুখা পৃথিবী থামবার নয়
জীবনে চলার পথে ছেঁড়া তাঁরও মাঝে মাঝে জোড়া দিতে হয়
শুধু তোমাকে পেতে চেয়ে,শুধু তোমাকেই পেতে চেয়ে----
----------------------------------
-অবুঝ মন-