৩৩৩)
আগুন খেকো স্বপ্ন গুলো ভাসিয়ে দিয়ে
এখন আমি চুপটি করে শুয়ে আছি হিমবাহের গভীর খাদে
ডাক এসেছে দাবির লড়াই চালিয়ে যেতে
যেতে হবে শহীদ মিনার খানিক বাদে
বদ্ধ ঘরে খাস না খাবি এটাই আসল বাঁচার চাবি
আয় আয় কে সঙ্গে যাবি---
---------------------------------------
৩৩৪)
সাহিত্য সাধনা যে কী-কতটুকু জানি
তবু বলতে হবে বাংলা কবিতা কোনদিকে
কালিয়া গঞ্জ থেকে হাসখালি--যতোই এগিয়ে চলি
সত্যি আমরা কি সে দায় একটুও এড়াতে পারি?
তবু দেখি কার্নিশ বেয়ে গড়িয়ে আসছে ঘন পুঁজ,রক্ত,জল
ওরা নিশ্চুপ-ওরা নিশ্চুপ!কেন--কেন এতো কাঁটাতার বেড়াজাল?
--------------------------------------------
৩৩৫)
এই যে এতো হই হই হই কিসের বার্তা টেনে?
যাই কিছু হোক ভালোই হবে নিয়ম রুটিন মেনে
শকুনের কাজ শকুন করে ভাবনা এতো কিসের?
ওই শোনো সেই শঙ্খ বাজে দুর্নীতি দমনের
যতোই যাক না মেঘে ঢেকে
হাসলে কি আর পার পাওয়া যায় মহাভারত থেকে?
--------------------------------------------
-২৯/৪/২৯-অবুঝ মন-