৩৬১)
দেখুন কেমন বসে আছে বৃষ্টি ভেজা কাক
অঝোর ধারা ঝরছে বলে পড়ছে না হাঁকডাক!
ওরা কী আজ খেলার সাজে-করছে খেলা মাঠের মাঝে?
করুক খেলা ইচ্ছে মতো মনের সুখে
বাউল গানের তানপুরাটা সঙ্গে নিয়ে কাটিয়ে দেবো সময়টুকু।
জানি আবার দেখা হবে কাল প্রভাতে ওদের সাথে ঢেউয়ের স্রোতে--
----------------------------------
৩৬২)
হোক না সময় আবোলতাবোল
ভোলবদলের খেলা
না বললে নয় ছুঁয়ে চলা
আষাঢ় মাসের বেলা!
টিপ টিপ বৃষ্টি ঝরা
এ কোন সন্ধ্যা এলো
প্রথম কথা হবে না আর
এইটুকুটাই বলো।
মুক্ত বাতাস আসুক ফিরে পথের বাঁকে--
-------------------------------------
৩৬৩)
চিমটির কদর বেড়ে গেলে প্রেম ফতুর না হয়ে কী পারে?
বিরহ বিলাস এতোটা সহজ হলে রাধাও পুড়তো না অন্তরে।
-----------------------------------
-২০/৮/২৩-অবুঝ মন-