৩৬৯)
হতে পারে নিয়ম ভাঙার গল্প জুলুক যেমন তেমন
তবু বলি দোলায় ভেজা রোদের বহর দেখছো কেমন?
জীবন নদে আনলে টেনে এমন শহর খুব কী ক্ষতি?
সবার চোখ হোক না এমন নরম তুলোর মিষ্টি জ্যোতি।
----------------------------------
৩৭০)
চারিদিকে ঘনমেঘে ছেয়ে,পড়ছেও অবিরাম ধারা
তবু বসে থাকা আর নয়,যেতে হবে স্রোত যেথা চলে।
কচিকাচা কিছু মুখ,ওই তো ওরা
এসে গেছে বই খাতা নিয়ে
অবিকল জোৎস্নার ঢল
অবুঝ সবুজ জাগানিয়া সুখ পতাকা বাহক।
--------------------------------------------
-২১/৯/২৩-আবুঝ মন-