364)
বন্ধু বলেই সহজ হয়ে যায় যে অনেক কাজ
বন্ধু মানে হৃদয় জুড়ে অনেক আলোর সাজ।
----------------------
365)
যদি প্রিয় জন হতে গেলে দিতে হয় কিছু
জেনে রেখো প্রয়োজন ও ছাড়বে না পিছু।
--------------------------------------
366)
দমকা বাতাস পেলে শব্দ কিছু গুলে
হাঁটি হাঁটি পা পা করে আসি পাতায় চলে
ভাসিয়ে দিয়ে ভেলা মনের ফসল তোলা,পাতলা হতে।
এবার আসি ফিরে সবুজ বোধোদয়ে
আমরা দুটি ভাই
ঘোড়ার ডিম আর ছাই
যা কুড়িয়ে পাই,সুক্ত করে খাই--
--------------------------------------
367
মুছে দিতে যত কালো আঁধারে প্রদীপ জ্বালো
যে যা বলে,বলে যাক কর্মেতে হও ভালো।
-----------------------------------------
368
পাকা বেলের নাচনে যেমন কাকের না আসে কিছু যায়
ঠিক তেমনি ঝরা পাতা আর মরা বন্দর দুটোই স্বাভাবিক নয়।
---------------------------------------
৯/৮/২৩-অবুঝ মন -