৩৭২)
যদি জলছবি আঁকা ভ্রমরের দোষ হয়
তবে যাক উড়ে বকুল সুবাস
যদি কিঞ্চিত চিত্রপট স্বপ্নচরের আবাদ হয়
তবে ঢেকে যেতো না কী প্রাচীন প্রেমের অভাবি ক্ষত?
আর সেখানেই যদি কৃপণ ক্যানভাস জেগে ওঠে
এবার বলো বালুচরের মূল্য কত?
সুদামা দীনহীন হতে পারে কিন্তু ভক্তির সুধারস করেছিল পান।
---------------------------------------
৩৭৩)
এক্ষণে বলবো কী আর?এক্ষণে যাওয়ার তাড়া
এক্ষণে আর যাই হোক,সময় তো আছে ভাবার
তুমি মেঘ ছোঁয়া জল হতে পারো
আমি ও তো দিতে পারি বেলাশেষের গোধূলি বেলা
এবার বলো কী চাও তুমি?
অবুঝ মনা সবুজ উঠোন না কী দু পয়সার  ভাগিদার?
------------------------------------------
৩৭৪)
কে কোথায় থাকবে ভালো নিজের মতো
জানিস কী তুই?
কার বা কেমন সুখের খরাক জীবন নদে বলতে পারিস
রয়ে গেলি ফোঁকর খোঁজা হুঁকোর মতো যেমন ছিলিস
হয়তো কিছু পয়সা বেচিস নিজের গড়ে মনের সুখে
জানবি কী আর সাগর স্রোতে ঢেউ খেলে যায় কেমন করে?
তাকিয়ে দেখ পাহাড় চূড়ার আলোক মালা বরফ ছিলো
----------------------------------------
৩৭৫)
শিশু মনের বিচরনের সীমানা কি থাকে?
মায়ের তেমন সহ্য সীমা হিসাব কে বা রাখে
ছায়া পথের রেলিং ধরে চলাচলের এমন ধারা থাকে পথের বাঁকে
আঁচল টাকে গুড়িয়ে নিয়ে চলতে হবে সহজ পাঠে
সময় ঠিক পেরিয়ে গিয়ে মুক্ত বাতাস আসবে ছুটে
বলতে পারো বাঁধন বীনার চেতন আলোর এটাই নিয়ম --
--------------------------------------
-১৩/১০/২৩-অবুঝ মন -