৩৭৮)
একটা আশ্চর্য ডিগবাজি দেখে আশ্বস্ত হলাম এই যে,
মেঘ নয় কতটা হতে পারে ফতুরের দাম!
হয়তো বা আমার হাপিত্যেশের হলো পূর্ণ সদ্ব্যবহার
এবার দেখো এক আকাশ কোজাগরী পূর্ণিমা কিনতে পারো কী না?
আমি না হয় বাঁচব খেয়ে টক ঢেঁকুরের জল,তবু তুমি তো সম্পূর্ণা
------------------------------------
৩৮৯)
রাস্তার দোষ নেই
যত দোষ অন্ধের
ইতিহাস খুঁজে মরে
মাথাটা কী স্কন্ধের?
জেলে কী খোঁজ নেয়
খোলা কেন ম্যানহোল?
সুপ সুপ টেনে নেয়
কড়াইয়ের চ্যাঙ ঝোল।
--------------------------
৩৮০)
কারো প্রয়োজন কারো দায়বদ্ধতা
এ দুটোই কী ভীষণ রূপ নিতে পারে!
তুমি হতে পারো জল কিংবা তরল সমান
তাই বলে আগুনকে কী করে করবে নিয়ন্ত্রণ?
তবু বলে রাখা,উজ্জ্বল আরও উজ্জ্বল
হতে যদি চাও সূর্যকে মাগো সবে
বাকি যেটুকু যা দেখছো তা তো কর্মের ফল
এবার দেখো কতটা শোক পাথরে মুড়ে ফেলতে পারো নিজেকে?
-------------------------------------
২৩/১১/২৩-অবুঝ মন-