396)
আমি আর এই ক্ষণ থাকবে না তা কী হয়
ভরা রোদ অক্ষর বিন্যাস ফুল ফোটা জোছনায়
হয়তো স্বপ্নীল মঞ্জিল এখনওও--বহুদূর
তবু আজ এ উঠোন সুখময় বর্ণিল সুমধুর
আগামীর খবরে কোন ক্ষণ আসবে কে জানে?
সময়ের সম্পদ ভাস্বর চিরকাল,তোলা থাক এ প্রাণে।
--------------------------------------------
397)
মন ছোঁয়া রোদ পূর্ণি পুকুর মানস সরোবর
এ আসরে ওঁরা মোদের সুখের চরাচর
জোৎস্না মুখর চাঁদের হাসি ঝরছে কত শত
এই তো সময় উড়িয়ে দেওয়ার মনের ধুলা যত
আয়রে আয় কে আসবি পরশ পাথর ছুঁয়ে সূর্য মুখি হতে --
------------------------------------------
398)
বাজালেও বাজবে ভেবে নিয়ে
যখন সে দেখলো
বাঁয়াটায় সুর নেই,তাল নেই
পাখিটার ও সব গান বন্ধ
এর পর থাকে কী ছায়া জল জংশন?
--------------------------------------
399)
ঝাউ বন দেখে যদি মনে হয় সব ছায়া ওখানে
তবে তো বালুতট দাঁড়িয়ে সামনে
এর পরেও ভাববো ওঠা ঠিক?
তাকালেই দেখবে পৃথিবীটা স্থির নয়,ঘুরছে বনবন সারাক্ষণ।
-------------------------------------------
400)
কারও চোখে যদি হই মন্দ,সেটুকু সব নয়
এই তরী বাইছি বাইবো আজীবন
এর পরে কেউ যদি চেয়ে বসে দর দাম
দিয়ে দেবো নিঃশর্ত উজাড়ে
জেনে রেখো স্বধর্ম আসিনের রঙ নয় মরছে বেরঙিন
হয়তো পৃথিবীটা টলমল করবে কিছুক্ষণ ক্ষতি নেই।
--------------------------------------------
২৬/১/২৪-অবুঝ মন -