৩৪৩)
পাতা ফাঁদে পা দিয়ে
ক্লান্তির বোঝা নিয়ে কাঁধে
পুড়ছি এক অজানা উত্তাপে।
এ সময়ে শীত ঘুম ছেড়ে
কুয়াশাকে মেড়ে বেরিয়ে এলো
এক অদ্ভুত সময়ের নির্যাস!
কজন বা পায় এই সার জল?
না না আর কখনো দেবো না
রেফ্রিজারেটরে জমা বরফের
এতো বেশি দাম।
-------------------------------
৩৪৪)
পোড়ানোর কথা আজ না হয় থাক
যারা শুধু পুড়তে জানে লড়াইয়ের আঁচে
আর কিছু আছে না কাড়ে রা--
"আমি বাবা সাতে পাঁচে থাকি না"
যারা আজও তালি আর প্রতিশ্রুতিতে বাঁচে
বেসিক্যালি এই তবু সবাই মানুষ--!
--------------------------------
৩৪৫)
এ বলছে ভালো--ও বলছেও---
জানি নে কী ছাইপাশ ঘেঁটে যাই?
আসলে যখন যেমন যা আশে,মেখে খাই
বলতে পারেন আমার কাছে এগুলোই কাঁচামাল
সময় সুযোগে এই পথে ভাসি তাই
পানিফলে সুপুরি মিশিয়ে জীবটা করি লাল!
আসলে কী জানো আমি এক মূর্ত প্রেমের পথিক।
----------------------------------
-১৩/৬/২৩-অবুঝ মন -