৩৪৬)
স্মৃতি জানি না কতটা সুখের?
তবে ইতিহাস যে বঞ্চনার সে বিষয়ে সন্দেহ নেই
তবু নির্ঘুম চোখ স্বপ্ন বোনে যদি কোনদিন সে আসে ফিরে।
----------------------------------------
৩৪৭)
বৃষ্টি বাদল দিনে খুশি খুশি মনে
চা কফি নিয়ে চুমুকে তুফান তোলো
কান পেতে শোনো
মেঘে মেঘে গর্জন হলো
তবু এ সকাল কত আরামের বলো।
ঘামে ভেজা ক্লান্তির ভয় নেই আর
এসো সবে খুলে দিই বন্ধ দুয়ার
মুগ্ধ নয়নে বিগলিত হোক প্রাণ মন।
শীতল সবুজে উঠুক ভরে এ মাটি,এ বাতাস।
--------------------------------------
৩৪৮)
ঘন মেঘের আঁচলে দশদিক গেছে ছেয়ে
বৃষ্টি পড়ছে জোরে,এখন আমি সত্যি উদাসীন
ভিক্ষা মেগে দেখি একমুঠো কবিতা আসিন
তবু জানি না শব্দকোষ কতটা ভেজাবে মন?
যদি তুমি আসো চলে,বদলে যেতে পারে আমার এই বিচিত্র যাপন----
২৬/৬/২৩-অবুঝ মন-