৩৪১)
হাড়ে টের পেতে পেতে বুঝলাম
অনেকটাই বড় হয়ে গেছি সেই কবে
অথচ কেউ কিছু চাইলে সংকেত,চিহ্ন---
কিছুই বারণ মানে না যে!
তাতেও যে সবাই খুশি এ কথা কী করে বলি?
জানি একজন আছে নাম তার বনমালী।
সুতরাং ভাবসাগরে ভাসাও তরী যেমন খুশি
বলছে হেঁকে "আয় চলে আয় আমার কাছে---"
--------------------------------------
৩৪২)
দেখো রে--এ কেমন চারিদিকে সবুজ সাথীর দল
দেখো হে--এ কেমন অবুঝ মনের নিত্য চলাচল
মাতন হাওয়ায় ঝরছে সুধা ফুল পাখিদের গান
এ হলো--বাউন্ডুলে বাউল মনের মৌসুমী এক ঘ্রাণ
এখনও--চলার পথে কাঁটাতারের পরাও বেড়ি!
এসো হে--বন্ধু সুজন ডুব সাগরে ভাসিয়ে তরী।
--------------------------------------
২৫/৫/২৩-অবুঝ মন -