৩৪৯)
হতাশ জীবন-বন্দি জীবন-ভাবছো কজন?
এইতো সময়-আমার স্বপন-দেখুন কেমন
জল ছবি রঙ-উছল বাতাস-মনের মতন
লাগছে দোলা-ঢেউয়ের স্রোতে-ভীষণ প্লাবণ
ওই দেখো ঐ-আগল খোলা-অবুঝ শ্রাবণ
সমান্তরাল-জোৎস্না মুখর-পথের বাঁধন।
-----------------------------------------
-৫/৭/২৩-অবুঝ মন-