৩৫২)
পাথর চোখের পাষান হৃদয়
যেমন করে মানুষ মারে
এক চোখেতে বিচার হলে
মা মনসা নজর কাড়ে।
এই তো সময় বেবাক স্রোতের
এরপরেও প্রশ্ন ছোঁড়ে !কেমন করে?
-------------------------------------
৩৫৩)
ডাক দিয়েছে বন্ধু সুজন সাতসকালে
ইচ্ছে ঘুড়ির উড়ছে নিশান আকাশ নীলে
দেখুন কেমন মন মেতেছে আবির রঙে
কজন পারে কিনতে এমন মধুর ছোঁয়া?
কাজের ভিড়ে আর না মিশে --
আয় চলে আয় সবুজ সাথী দলে দলে।
--------------------------------------
৩৫৪)
বাসলে ভালো কয়লার ময়লা মুছে আগুন জ্বালো
এখানে শেষ নয় সব পাখিও উড়তে জানে
উপহার তৈরি রেখো
কাটলে কাটতে পারে বাকি পথ ফুলের ছোঁয়ায়
এটুকুই বলতে পারি ঘটমান অভিজ্ঞতায়।
------------------------------------
৩৫৫)
এতোই যদি রক্ত চাও-দরকার কী ভোট টা করে?
বাংলায় আজ চারিদিকে-ভরে গেছে অন্ধকারে!
তুমি আমি বোড়ের ঘুঁটি-রাজার বড় হাতিয়ার
এই তো খেলা সিংহাসনের-লোলুপ চোখের বাড়ছে ধার।
--------------------------------------
-৮/৭/২৩-অবুঝ মন -