৩৮৫)
হতে পারে কিছু ভুল জীবনে
হতে পারে কিছু ঝুল জমছে প্রতিদিন
সবকিছু ক্ষয় করে জয়ী হওয়া যেত না কী?
তা নয় কেমনে ভেবে নিলে হিসাব টা চাওয়া বাকি?
জেনে বুঝে পাশা চাল!ধার বাকি কতটা?
চাঁদ সে কি এতো বোঝে রঙচঙে লুকানো ফাঁদটা?
জেনে রেখো সবলের সম্বল হাতিয়ার সংগ্ৰাম।
-------------------------------------
৩৮৬)
রঙ হীন স্বপ্নীল ঘন নীড়
দাবি হীন সুখময় সেনসেক্স
মুছে দিতে ধুলো ঝড় যতো সব
উঁকিঝুঁকি মারে ওই কেবিনে
জুড়ে থাকা হৃদয়ের দাতা সে
মেকি নয় প্রচ্ছদ মোটেও-
জীবন এক অধ্যায় এরকম।
----------------------------------
৩৮৭)
যতোসব প্রেমটেম বাহানা
লুকোচুরি খেলা করে হয় কী?
বাড়ে শুধু জীবনে যাতনা
প্রেম প্রিতী হয় হোক শ্রেষ্ঠ
মানুষের পাশে থাকা
হোক যদি হয় হোক সাধনা।
---------------------------------
৫/১১/২৩-অবুঝ মন -