388)
যৎ সামান্য আয়ু নিয়েও ভুললো না কিভাবে কামিয়ে নিতে হয় দুহাত ভরে!
মানছি জানলো বিকৃতি কামের কিছু লকলকে ঝলক কতদূর সীমানা ছাড়ায়
তাই বলে দু হাত পেতে দাম নিতে হবে নিজেকে বেচার!
যদি নিজেদের প্রেম এতোটা গভীর হতো তাহলে ভিখারীর দশা হতো না কখনো
আসলে ডুব দিতে হয় গঙ্গা জলে তবেই পরখ ব্যাপার টা মধুকপি ঘাস কী না বোঝা যায়
--------------------------------------
389)
যদি প্রবাহ একবার থেমে যায়
তাপ মান শূন্য ছুঁয়ে যায়
চলাচল সব পথ শেষ প্রায়
ঝরাপাতা কুড়নোর সে সময়।

তাই বলে ভেবো না একেবারে বেলা শেষ
হয়তো বা আরও কিছু আছে রেশ
দিশাটা হতে হবে ফর্সা
লড়াইটা জীবনের ভরসা।

ব্যাস এটুকুই সম্বল হাতিয়ার
আর কী চাই বলো জীবনের?
---------------------------------------
390)
প্রয়োজন প্রিয় হলে দরদাম হাঁকানো স্বাভাবিক
মুছে যায় রাঙা রোদ ঝলমল আলো সব
এই তো টলমল বেহিসাবি হিসাবের খতিয়ান
এ কেমন ব্যবসার পরিধি?মুখোশটা উজ্জ্বল!
শত ধিক তবু না --
------------------------------
-অবুঝ মন -