৪২০)
আর কী বলবো?
যা সব দেখছি--সাদা নয়!
রোজ রোজ নিজেকে--নিজেদের বেচতে প্রস্তুত?
সাধারণ যে যেমন থাক না শোষনের ঘেরাটোপে বন্দি
কালো জোঁক স্ব স্বাধীন যত্র তত্র ঘুরবে ফিরবে!
এ কেমন ভরপুর আঁতাতের গন্ধ?
ভাবতে ভাবতে চারিপাশে যত সব জলাশয় শুকিয়ে উঠছে!
এভাবেই কাকেদের উৎপাত দিন দিন বাড়বে?
ঝলসারোগ টুকু সারলে---
পাওয়া যেতো খসখসে হাওয়া থেকে মুক্তি।
------------------------------------
৪২১)
তোরা কি আর করবি কিছু
এই পৃথিবীর ভালো?
তোদের চোখে বসছে চেপে
ঘুঘুর বাসার আলো!
আসল কথা মালকড়ি টা
পেলে কী আর চাই
হোক সে যত কয়লা কালো
ডাকবো তাকে ভাই
খেলো বা বক শকুনে
অল্প কিছু পুকুর চুরির মাছ
এসব করেই রাজার এখন
আঙ্গুল ফুলে গাছ।
---------------------------------
৪২২)
কার জন্য এই পৃথিবী--
কে বা করে বসবাস?
বুনো ওল দেখছি যেমন
দেখছি তেমন হাঙর চাষ!
খুঁজতে গিয়ে বাঘা তেঁতুল
পাচ্ছি যা তা কম তো নয়
হোক সে হাঙ্গর হোক সে কুমির
এই তেঁতুলে জব্দ হয়।
---------------------------------
৪২৩)
সবটাই অগোছালো হলে
ঘুণ তো ধরবেই তলে তলে
সুতরাং ফিরে আসা আর
অতোটা সহজ নয়
তাপ্পি বহরে হয়তো কিছু দিন চলে
যন্ত্র বিগড়ালে বোঝা যায়
উর্বর জমি ঠিক কতটা দরকার
আসলে আলের বাঁধন শক্ত না হলে
নোনা জল ঢুকবেই ঢুকবে।
-------------------------------------
৪২৪)
কুঁকড়ে যাওয়া ইচ্ছে গুলো একটু খানি সরিয়ে দেখুন
কেমন করে জেগে ওঠে শিকড় গুলো শিরায় শিরায় আগের মতো
ভাবছো কেন পারবো না আর ভিজতে এখন ওই আকাশের বৃষ্টি ছিটায়?
ধূলোবালি সরিয়ে দেখুন কেমন সুরে বাজছে বীনা হুড খোলা ওই মনের ভিতর
পারবে জানি হলপ করে বলতে পারি
এবার বলুন ঝর্না সিক্ত শুভ্র পথে আমার"মুক্তি আলোয় আলোয় ----"
-------------------------------------